[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদ



যৌথ ফ্যামিলি


প্রকাশিত: April 5, 2016 , 8:59 pm | বিভাগ: আপডেট,আর্টস এন্ড লিটারেচার


Mohammad Rabiul

 

 

 

 

 

 

 

 

মোহাম্মাদ রবিউল

কী মধূর ছিল একত্রে বাস চার প্রজম্ম ধরে
সেই স্মৃতি আজ কাঁদায় ভীষণ ভুলবো কেমন করে।
মনে পড়ে আহা! মায়ের হাতের রকমারি সব পিঠে
রাস্তার পাশে লোকের বানানো লাগে না তেমন মিঠে।
আল্পনা আঁকা চাঁদের থালার জোছনা পড়তো গলে
মাখতাম গায়ে চাঁদের সে রঙ বসে দিদিমার কোলে।
একসাথে বসে খাবার খেতাম, থাকতাম মিলেমিশে
এর চেয়ে সুখ পৃথিবীতে আর পাবে তুমি বলো কীসে!
ভাই ও বোনের মিষ্টি মধূর ঝগড়া থামাতে এসে
দাদা আর দাদি কৌতুক রসে বকতেন ভালোবেসে।
সেই সব স্মৃতি মনে দেয় দোলা বাড়ায় ভীষণ মায়া
কতদিন হলো দেখিনা ভাইকে, বাবা ও মায়ের ছায়া।

একদিন ছিলো মায়ায় জড়ানো খুব ভালোবাসাবাসি
শ্বশুর-শাশুড়ি দেবর-ননদে উৎসব হাসাহাসি।
সেই বধূ আজ একলা থাকার বাসনায় খুব ছোটে
ছেলের বউটা ঘরে এলে তারও তেমনি কপালে জোটে।
আমিও যেমন অনায়াসে ভাঙি বাবার সাজানো বাড়ি
আমার ছেলেও তেমনি করেই ভিন দেশে দেবে পাড়ি।

শিশুর বিকাশ হয় না তেমন নির্জন ঘরে রেখে
কতই শিখবে সন্তান বলো বুয়ার সঙ্গে থেকে?
আহারে মজার যৌথ ফ্যামিলি রাখতে পারিনি ধরে
স্বার্থের টানে একে একে সব দূরে চলে যাই সরে।
আত্মীয়তার সম্পর্কটা ছিন্ন করেছি আমি
জানি না কখনও ক্ষমা করবেন কিনা অন্তর্যামী।
আগামীর কাছে মিনতি আমার শোনোগো তোমরা শোনো
আমার মতন যৌথ ফ্যামিলি ভেঙো না কখ্খনো।

 

ঢাকা, ৫ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম) //এএইচ