[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদদেশপ্রেমিক সৈন্যরা আত্মসমর্পণ করে না: রাষ্ট্রপতি


প্রকাশিত: April 6, 2016 , 4:26 pm | বিভাগ: আপডেট,ন্যাশনাল


যশোর লাইভ: রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদ বলেছেন, “আমরা অন্য কারো ব্যাপারে হস্তক্ষেপ করতে চাই না। অন্য কেউ আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করুক, তা আমরা সহ্য করব না। আমরা এই নীতিতে বিশ্বাসী। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপনাদের সব ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। মনে রাখবেন, দেশপ্রেমিক সৈন্যরা জীবন দেন, কিন্তু আত্মসমর্পণ করেন না।”

বুধবার দুপুরে যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, “যে জাতি সম্মান করতে পারে না, আত্মমর্যাদা রক্ষা করতে পারে না। সেই জাতি কোনো দিন বড় হতে পারে না। সেই জন্য আজকে আমরা আত্মমর্যাদা বিশিষ্ট জাতি হিসেবে আত্মমর্যাদা নিয়ে বাস করতে চাই।”

অনুষ্ঠানে যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিকে ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ প্রদান করেন রাষ্ট্রপতি।

এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্যারেড চত্বরে পৌঁছলে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির অধিনায়ক এয়ার কমডোর মো. শফিকুল আলম তাকে স্বাগত জানান।

 

ঢাকা, ৬ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম) //এএইচ