[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদস্টামফোর্ডে জিকা ভাইরাসবিষয়ক সেমিনার


প্রকাশিত: April 6, 2016 , 10:30 pm | বিভাগ: আপডেট,হেলথ


স্টামফোর্ড লাইভ: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে জিকা ভাইরাস ছড়ানোর কারণ, উৎপত্তি, এটা হলে কি কি উপসর্গ দেখা দেয় এসব বিষয়ে সেমিনার অনুষ্টিত হয়েছে।

স্টামফোর্ড লাইফ সাইন্স ক্লাবের প্রথম এই আয়োজনে মূলবক্তা ছিলেন আর্মড ফোর্সেস ইন্সটিটিউট অফ প্যাথলজির সাবেক  কমাড্যান্ট মমেজর জেনারেল প্রফেসর ডা.এ এস এম মতিউর রহমান (Rtd)।

এসময় মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ড.রাশেদ নূরসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্য রাখেন বোর্ড অফ ট্রাস্ট্রিজ সদস্য ফারহানাজ ফিরোজ।

পরবর্তীতে স্টামফোর্ড লাইফ সাইন্স ক্লাবের ঘোষনা দেয়া হয়, ক্লাবের কো-অর্ডিনেটর নির্বাচিত হন মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক ল কান্ত। সভাপতি নির্বাচিত হন মাইক্রোবায়োলজি ৫১তম ব্যাচের শিক্ষার্থী মো.সোহেল রানা,ভাইস প্রেসিডেন্ট ৫৩তম ব্যাচের সাদিয়া নাজনীন মৃদুলা, সেক্রেটারী ৫১ তম ব্যাচের মফিজুর রহমান মামুন, জেনারেল সেক্রেটারী স্নেহাসীষ মহতা।

এই ক্লাবে শুধুমাত্র মাইক্রোবায়োলজি, ফার্মেসী ও এনভায়রনমেন্টার সাইন্স বিভাগের শিক্ষার্থীরা যোগ দিতে পারবে।

ক্লাবের নিয়মিত কার্যক্রমের ব্যাপারে জানা গেল, নিয়মিত বিজ্ঞানবিষয়ক অনুষ্টান, বিজ্ঞান মেলা, দেয়ালিকা, সেমিনারের পরিকল্পনা করছে নবাগত কমিটির সদস্যরা।

ঢাকা// বিএ, ৬ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম) //এএইচবি