[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদরাজশাহীর ছড়াকার মমিন আর নেই


প্রকাশিত: April 16, 2016 , 7:27 pm | বিভাগ: আপডেট,আর্টস এন্ড লিটারেচার


রাজশাহী লাইভ: আশির দশকের অন্যতম ছড়াকার মমিনুর রহমান মমিন আর নেই।  আজ শনিবার দুপুর একটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কর্মরত কবি মমিনুর রহমান মমিন দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ব্যাধিতে ভূগছিলেন। রাজশাহীর কাজলায়  মমিনের জন্ম ও বেড়ে ওঠা। রাজশাহীর সাহিত্য আন্দোলনের একজন একনিষ্ট কর্মী হিসেবে তিনি সদা কর্মচঞ্চল ছিলেন।

ছড়া সাহিত্যে তাঁর কৃতিত্ব স্মরণীয়। নির্মোহ ও সদালাপি এ কবির  মৃত্যুতে গভীর সমবেদনা ও শোক জানিয়েছেন রাজশাহী সংস্কৃতিকেন্দ্রের সভাপতি কথাশিল্পী নাজিব ওয়াদুদ, পরিচালক সরদার আবদুর রহমান, সহকারী পরিচালক সোয়াইব হোসাইন, রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের সভাপতি প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, সেক্রেটারী ড. মুহাম্মদ সেতাউর রহমান, পরিচয় সংস্কৃতি সংসদের সহসভাপতি ড. আবু নোমান, সেক্রেটারী ড. ফজলুল হক তুহিন, প্রদীপ্ত সাহিত্যাসরের সভাপতি কবি মুকুল কেশরী, ছায়া সংস্কৃতি সংসদের সভাপতি কবি সোহেল মাহবুব প্রমুখ।

তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবাবের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

ঢাকা, ১৬ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম) //এএইচবি