[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদনাটোরে ৩০০ ছাত্রীকে শল্য চিকিৎসা প্রশিক্ষণ


প্রকাশিত: April 18, 2016 , 9:01 pm | বিভাগ: আপডেট,হেলথ


নাটোর লাইভ: নাটোরের বাগাতিপাড়ায় তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের তিনশত ছাত্রীকে ব্লাড প্রেসার মাপার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সোমবার স্কুলের একটি কক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোন্দকার মোখলেছুর রহমানের উদ্যোগে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ আশিক খান ছাত্রীদের ব্লাড প্রেসার মাপা প্রশিক্ষণ দেন।

এ সময়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আশিক খান বলেন, দেশে বর্তমানে উচ্চ রক্তচাপের রোগীর সংখ্যা বেড়ে গেছে। যার ফলে স্টোক ও হার্ট এ্যাটাক জনিত মৃত্যুও বাড়ছে। কিন্তু সামান্য সতর্কতা এসব মৃত্যুর সংখ্যা অনেক কমিয়ে দিতে পারে। প্রশিক্ষণ প্রাপ্ত এ সকল ছাত্রীরা তাদের জ্ঞানের মাধ্যমে  পরিবার ও দেশের মঙ্গলে এগিয়ে আসবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোন্দকার মোখলেছুর রহমান বলেন, শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি শল্য চিকিৎসার শিক্ষাও থাকা দরকার। এতে নিজের পরিবারের পাশাপাশি দেশের সেবা করতে পারবে তারা।

তিনি আরো বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিষয়ে জ্ঞান অর্জন করলে বিভিন্ন স্থানে সপ্তাহে একদিন বিনামূল্যে প্রেসার মাপার ক্যাম্প পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের সেবা দিয়ে
যাবেন। তবে এমন উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে যাবে এমন প্রত্যাশাও করেন তিনি ।

ঢাকা// জেএইচ, ১৮ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম) //এএইচবি