[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদপুনম পান্ডে এবার ভূতুড়ে চরিত্রে


প্রকাশিত: April 21, 2016 , 5:10 pm | বিভাগ: আপডেট,শোবিজ


শোবিজ লাইভ: সবসময় যিনি নিজেকে বিভিন্নভাবে শিরোনামে নিয়ে আসায় ব্যস্ত থাকেন। কখনও নগ্ন ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে, কখনও বা উত্তেজক মন্তব্য করেন। তিনি হলেন মডেল তারকা পুনম পান্ডে।

তবে এবার শিরোনামে আসার কারণ একেবারে ভিন্ন। তার এবারের পরিকল্পনা শুনলে আপনি হয়ত ভয় পেতে পারেন।

শোনা যাচ্ছে, পুনম নাকি এবার পুরোদস্তুর অভিনয় শুরু করবেন। তাও একেবারে ‘হরর’ সিনেমায়।

পুনম পাণ্ডে বলেন, ‘‘কয়েকদিন আগে আমি তখন মুম্বাইতে ছিলাম। একজন পরিচালক আমাকে চিত্রনাট্য শোনানোর জন্য ফোন করেন। আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। আমি এই প্রথম কোনো হরর ছবিতে অভিনয় করছি। খুব তাড়াতাড়ি শুটিং শুরু হবে।’’

এর আগে পুনমের ডেবিউ ছবি ‘নাশা’ হিন্দিতে দেখেছেন দর্শকরা। তবে তার আগামী ছবিটি হবে কন্নড়ে। আপাতত ভুতুড়ে ছবিতে পুনমকে দেখার অপেক্ষায় দিন গুনছেন সিনেপ্রেমীরা।

 

ঢাকা, ২১ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম) //এএইচ