[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদমানুষ-ম্যানিকুইন প্রেমের এক অন্য গল্প (ভিডিও)


প্রকাশিত: April 22, 2016 , 6:37 pm | বিভাগ: আপডেট,শোবিজ


Capture
শোবিজ  লাইভ: কথায় বলে মানুষ কি না করতে পারে। মানুষের দ্বারা সবই সম্ভব। কিন্তু এও কি সম্ভব!  মানুষের সঙ্গে পুতুলের প্রেম? সম্ভব। তবে বাস্তবে নয়। সিনেমায়।রিঙ্কু নামের এক ব্যবসায়ী পারিবারিক অন্তর্বাসের দোকান দেখাশোনা করেন। সেই দোকানের এক মহিলা ক্রেতার প্রেমে পড়েন তিনি। কিন্তু কয়েক দিনের মধ্যেই জানতে পারেন, মেয়েটির অন্যত্র  বিয়ে ঠিক হয়েছে। মন খারাপ হয় রিঙ্কুর। এর মধ্যেই সেই দোকানের দারোয়ান প্রেমে পড়েন দোকানের একটি ম্যানিকুইনের।বিস্তারিত জানতে চাচ্ছেন তো? তাহলে অ্যানি জাইদির শর্ট ফিল্ম ‘  ’বুটনামা’ দেখে ফেলতে পারেন।
দু’দিন আগে ইউটিউবে মুক্তি পেয়েছে ছবিটি। দেখুন, এক অন্য সম্পর্কের গল্প।

ভিডিও লিংক:

ঢাকা, ২২ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম) //এফআর