[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদবিরল প্রজাতির লেপার্ড গেকোর সন্ধান লাভ


প্রকাশিত: April 24, 2016 , 9:38 pm | বিভাগ: অসাম নিউজ,আপডেট


Joine

ইন্টারন্যাশনাল লাইভ: প্রাণী। তা যদি হয় বিরল প্রজাতির তাহলে তো কথাই নেই।চারদিকে চলে হৈচৈ। শুরু হয় আলোচনা।এ আলোচনা চলে দেশ থেকে দেশান্তরে। এমনই একটি ঘটনা ভারতের বালুরঘাটে।

ওই বিরল প্রজাতির প্রাণী নিয়ে রীতিমত শুরু হয়েছে চাঞ্চল্য।

জানা গেছে, বালুরঘাট শহরের আদর্শ স্কুল পাড়ায় এক পরিবেশ প্রেমীর বাড়িতে গিরগিটির মতো দেখতে বিরল প্রজাতির এক প্রাণীর সন্ধান মিলেছে।

প্রাণীবিশেষজ্ঞরা জানিয়েছেন, বালুরঘাট থেকে উদ্ধারকৃত ওই প্রাণী তক্ষক প্রজাতির৷ এর বৈজ্ঞানিক নাম “লেপার্ড গেকো” । ভারতের বনবিভাগের সিনিয়র রেঞ্জার সঞ্চয় দত্ত জানিয়েছেন এটিকে বেলাকবা বলেও ডাকা হয়।

ঢাকা, ২৪ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এফআর