[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদভাইকে বাঁচাতে লড়বেন পরী মনি


প্রকাশিত: April 29, 2016 , 7:56 pm | বিভাগ: আপডেট,শোবিজ


pori
শোবিজ লাইভ: পরী মনির ভাগ্য যে এতো দ্রুত বদলে যাবে তা কে জানতো?মাহি, নুসরাত ফারিয়া ও জলির পর এবার জাজের ঘরে এলো পরী মনি। বহু ঘাটের জল ঘেটে অবশেষে জমকালো আয়োজনের মধ্য জাজ মাল্টিমিডিয়া তাদের নতুন ছবির নতুন জুটির নাম ঘোষণা করেছে।

রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বৃহস্পতিবার সন্ধ্যায় জমকালো মহরতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় জাজ মাল্টিমিডিয়ার ‘রক্ত’ ছবির নায়িকা হচ্ছেন পরী মনি। ছবিটিতে পরীর নায়ক হিসেবে থাকছেন নবাগত রোহান। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজসহ চলচ্চিত্র অঙ্গনের আরও অনেকেই মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আব্দুল আজিজ বলেন, ‘অনেক ভেবে-চিন্তেই আমরা আমাদের নতুন ছবির জন্য পরী মনিকে বেছে নিয়েছি। নায়িকা নির্ভর এ ছবিতে পরীকে দেখা যাবে একজন অভিযাত্রী হিসেবে, যিনি তার ছোটভাইকে উদ্ধারে লড়বেন শত্রুদের সঙ্গে।’

পরী মনি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘অ্যাকশন মুভি, তাই অ্যাকশন মুডে আছি। আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে ছবিটিতে ভালো করার জন্য। আশাকরি ভালো কিছু উপহার দিতে পারবো দর্শকদের।’
জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি ছবিটি প্রযোজনা করছে কলকাতার ‘এসকে মুভিজ’।

 

ঢাকা, ২৯ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এফআর