[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদডেড স্মার্টফোন সচল করতে ডিভাইস!


প্রকাশিত: December 17, 2013 , 9:00 pm | বিভাগ: আইটি


ইন্টারন্যাশনাল লাইভ: ইলেক্ট্রনিক্স সামগ্রী মানেই এক চরম অনিশ্চয়তা। বিশেষ করে মোবাইল ফোনসেট একবার পানিতে ভিজলেই অকেজো হয়ে পরে। এ কারনে আপনার পছন্দের নিত্যসঙ্গী মূল্যবান স্মার্টফোনটি নিয়ে আপনি বড়ই দুশ্চিন্তায় আছেন।

আপনার দুশ্চিন্তার অবসান নিয়ে এমন এক ধরনের ডিভাইস বাজারে বের হয়েছে যা আপনার পানিতে ভিজে নষ্ট হয়ে যাওয়া স্মাটফোনটিকে পুনরায় জীবিত করে তুলবে।

`রিভাইভ এ ফোন` নামের ডিভাইসটিতে থলে ও ট্রে সংযুক্ত করা আছে। থলের মধ্যে আপনার নষ্ট হয়ে যাওয়া স্মাটফোনটি এবং ট্রেটিতে ফোনটির ক্ষুদ্র যন্ত্রাংশ রাখবার জন্য। ডিভাইসটির মিনারেল পানিতে ভিজে স্মার্টফোনটির মরীচা ধরে যাওয়া অংশগুলোকে জারিত করে পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনে।

এই বহুল প্রতিক্ষিত ডিভাইসটির উদ্ভাবক ২০ বছর বয়সি অলিভার মারফি। তার মতে ১ মাসের অকেজো মরীচা ধরে যাওয়া স্মার্টফোনটিকে জীবিত করে তুলবে `রিভাইভ এ ফোন`।

ডিভাইসটি অনেক বেশী কার্যকারী বলে দাবি করেছে এর প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড্রাগোনস ডেন্স কোলি হপেন। পরীক্ষা নিরীক্ষা শেষে ইতোমধ্যেই `রিভাইভ এ ফোন` এর বাজারজাত শুরু করেছে। এর বাজারমূল্য ধরা হয়েছে ১৮০০ টাকা মাত্র।

সূত্র: রিভাইভএঅল

ঢাকা, ১৭ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম) // এনএস