[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদনোবিপ্রবিতে বহিষ্কার প্রত্যাহারের দাবিতে তালা


প্রকাশিত: May 9, 2016 , 4:07 pm | বিভাগ: আপডেট,ক্যাম্পাস,চট্টগ্রামের ক্যাম্পাস,পাবলিক ইউনিভার্সিটি


NUST

নোবিপ্রবি লাইভ: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পরীক্ষায় নকল করার অপরাধে বহিষ্কৃত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগে তালা দিয়েছেন।

সোমবার ১২টায় বহিষ্কার সেই আদেশ প্রত্যাহারের দাবিতে কিছু শিক্ষার্থী মাইক্রোবায়োলজি, ফার্মেসি ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে তালা দেয়।

এর আগে রোববার পরীক্ষায় নকল করার অপরাধে বিশ্ববিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন-

47721ed8-bddb-467b-9072-49d53db5a4df

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় প্রক্টর মুশফিকুর রহমানকে ফোন দেয়া হলে তিনি ফোনে কথা বলবেন না বলে জানান। তিনি সরাসরি দেখা করতে বলেন।

পরে মিটিং এ আছি বলে কথা না বলে বরাবরের মতো ফোন কেটে দেন।

 

নোবিপ্রবি// এমএনকে, ৯ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম) //এএইচ