[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদবিডিরেন-বিএসসিসিএল সমঝোতা চুক্তি


প্রকাশিত: May 12, 2016 , 7:17 pm | বিভাগ: আদার ইন্সটিটিউট,আপডেট


12.05.2016

লাইভ প্রতিবেদক: ‘ইন্টারনেট ব্যান্ডউইথ’ এর ব্যবহার সংক্রান্ত বিডিরেন (বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক) এবং বিএসসিসিএল (বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড) এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার ইউজিসি ভবনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।

এ কে এম হাবিবুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিডিরেন এবং ইঞ্জিনিয়ার মো. মনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, বিএসসিসিএল স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, বিশ্ববিদ্যালয়সমূহে বিতরণের জন্য বিডিরেন সাশ্রয়ী মূল্যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড এর কাছ থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ ক্রয় করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আখতার হোসেন, বিএসসিসিলের বোর্ড অভ ডিরেক্টরস এবং উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

 

ঢাকা, ১২ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম) //এএইচ