[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদসাতক্ষীরায় অলিম্পিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী


প্রকাশিত: May 17, 2016 , 10:24 pm | বিভাগ: জাতীয় খেলা,স্পোর্টস


satkhira

সাতক্ষীরা লাইভ: সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে মঙ্গলবার অলিম্পিক সলিডারিটি ‌Sports Administrators Course-২০১৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা কর হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এ.এফ.এ এহতেশামূল হক এ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোর্স ডাইরেক্টর এএইচএম সামছুল ইসলাম মন্ডল, প্রাক্তন অতিরিক্ত সচিব ন্যাশনাল কোর্স ডাইরেক্টর কাজী মইনুজ্জামান, অলিম্পিক সলিডারিটি কমিটির সদস্য মুহাম্মদ আব্দুল কাদির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু।

জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বদরুল ইসলাম খান, কোষাধ্যক্ষ সাইদুর রহমান শাহীন, শেখ নাসেরুল হক, শেখ মারুফুল হক, মমতাজুন নাহার ঝর্ণা, আ.ম আক্তারুজ্জামান মুকুল, ইকবাল কবির খান বাপ্পী, ফারহা দিবা খান সাথী, চায়না ব্যানার্জী, মোশফিকুর রহমান মিল্টন, মোঃ আলতাপ হোসেন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, শেখ হেদায়েতুল হক, মোফাছিচ্ছনুল ইসলাম তপু, জ্যোন্সা দত্তসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা//১৭ মে(ক্যাম্পাসলাইভ২৪.কম)//এফআর