[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদরাবির ২২তম সিনেট অধিবেশন বৃহস্পতিবার


প্রকাশিত: May 18, 2016 , 7:34 pm | বিভাগ: ক্যাম্পাস,পাবলিক ইউনিভার্সিটি,রাজশাহীর ক্যাম্পাস


রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সিনেটের ২২তম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সিনেট ভবনে অনুষ্ঠিত হবে।

জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে এই অধিবেশন শুরু হবে।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের প্রশাসক মো. মশিহুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সিনেটের সভাপতি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে সিনেটের এই সভার ৪টি পর্বে শোক প্রস্তাব, সিনেট সভাপতির বক্তৃতা, বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, ২০১৫-২০১৬ অর্থবছরের সংশোধিত বাজেট ও ২০১৬-২০১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করা হবে।

এ ছাড়া প্রশ্নোত্তর পর্ব ও উন্মুক্ত আলোচনাও থাকবে।

 

রাবি/এমআইএন, ১৮ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএইচ