[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদডরমিটরিতে আগুনে পুড়ে ঘুমন্ত ১৭ ছাত্রীর মৃত্যু


প্রকাশিত: May 23, 2016 , 1:27 pm | বিভাগ: আপডেট,ফরেন ক্যাম্পাস


tahailand

ইন্টারন্যাশনাল লাইভ : থাইল্যান্ডে আগুনে পুড়ে অন্তত: ১৭ জন ছাত্রীর মৃত্যু হয়েছে। উত্তরাঞ্চলীয় একটি স্কুলের ডরমিটরিতে রোববার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় পাঁচ থেকে ১৩ বছর বয়সী অনেক শিশু ঘুমিয়ে ছিল বলে জানা গেছে।

আগুন লাগার সময় ডরমিটরিতে ৩৮ জন শিক্ষার্থী ছিল। এ ঘটনার পর দুই শিক্ষার্থী নিখোঁজ ও পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে।

পুলিশের কর্নেল প্রায়াদ সিঙ্গসিন বলেন, আগুন লাগার এই ঘটনার তদন্ত চলছে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, চাইয়ঙ্গ রেই-এ দুইতলা ওই ভবনটিতে লাগা আগুন দমকলকর্মীরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।

চাইয়ঙ্গ রেই-এর ডেপুটি গভর্নর আরকম সুকাপান জানান, কিছু শিক্ষার্থী তখনও জেগে ছিল। এ কারণে তারা সেখান থেকে বের হতে সক্ষম হয়।

দেশটির বিভিন্ন জাতীয় সংবাদপত্র জানিয়েছে, শিক্ষার্থীদের লাশ শনাক্ত করার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে তল্লাশি চলছে।

[সূত্র : বিবিসি]

ঢাকা, ২৩ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন