[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদসুরের দরিয়া-র অডিশন শুক্রবার


প্রকাশিত: May 25, 2016 , 6:55 pm | বিভাগ: ইভেন্ট


13295223_1347328071960633_863771032_n

লাইভ প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে শুরু হচ্ছে ইসলামী গানের রিয়্যালিটি-শো সুরের দরিয়া।

শুক্রবার (২৭ মে) দুপুর ১২টায় ঢাকার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কঁচি-কাচার মেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই শো’র অডিশন।

১০ থেকে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত যে কেউ অংশ নিতে পারবেন এই অনুষ্ঠানে। অডিশনে অংশগ্রহণের জন্য এক কপি ছবি সঙ্গে আনতে হবে।

বুধবার গণমাধ্যমকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে হামদ, নাত ও নানা ধরণের ইসলামী গান, সুর মুগ্ধ করে মানুষের মন। এই লক্ষ্যে ‘সুরের দরিয়া ২০১৬’ নামে পবিত্র রমজান মাসে জাতীয় পর্যায়ে মেধাভিত্তিক ইসলামী গানের রিয়্যালিটি-শো নির্মাণ করতে যাচ্ছে ‘ফোর আই মিডিয়া’।

সুরের দরিয়া ২০১৬ এর টাইটেল স্পন্সর করছে বন্দর স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অনুষ্ঠানটি রমজানের প্রতিদিন বিকাল ৪.৩০টায় চ্যানেল নাইনে প্রচারিত হবে।

বিস্তারিত জানতে যোগাযোগ : ০১৯১৮ ৩৫৯৪৯৭, ০১৯৭৭১০৬১০৭, ০১৭৯৭৫৮৬৯৯১।

 

ঢাকা, ২৫ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএইচ