[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদইসলামিক ট্যালেন্ট-এর অডিশন শুক্রবার


প্রকাশিত: May 25, 2016 , 9:23 pm | বিভাগ: ইভেন্ট


13293304_1347328295293944_26706713_n

লাইভ প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল, কলেজ ও মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শুরু হচ্ছে ইসলামিক কুইজ শো ISLAMIC TALENT-2016.

শুক্রবার (২৭ মে) বিকাল ৩টায় ঢাকার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কঁচি-কাচার মেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই কুইজ শো’র অডিশন।

সর্বোচ্চ দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা এই অডিশনে অংশ নিতে পারবেন। অডিশনে অংশগ্রহণের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড এবং এক কপি ছবি সঙ্গে আনতে হবে।

বুধবার গণমাধ্যমকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

মেধা-মননে সুস্থ ও নৈতিক সমাজ গঠনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের সঠিকভাবে গড়ে তোলার উপর নির্ভর করে সুন্দর ভবিষ্যৎ। বর্তমান সময়ে ছাত্র-ছাত্রীদের মাঝে ইসলাম ও নৈতিকতা সংশ্লিষ্ট শিক্ষার অভাব লক্ষ্য করা যায়। এই পর্যায়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ইসলামী জ্ঞানের পরিধি ও আগ্রহ বৃদ্ধি করাই এই কুইজ শো’র লক্ষ।

ISLAMIC TALENT-2016 এর টাইটেল স্পন্সর করছে মমতাজ মেহেদী এবং সহযোগী টাইটেল SAGEN International.

অনুষ্ঠানটি রমজানের প্রতিদিন বিকাল ৫.৩০টায় SAtv তে প্রচারিত হবে।

বিস্তারিত জানতে যোগাযোগ : ০১৯৭৭ ১০৬ ১০৭, ০১৭৯৭ ৫৮৬ ৯৯১।

 

ঢাকা, ২৫ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএইচ