[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদবিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভে টিয়ার গ্যাস, জলকামান


প্রকাশিত: May 29, 2016 , 1:21 am | বিভাগ: আপডেট,ফরেন ক্যাম্পাস


Chile-protests-students

লাইভ প্রতিবেদক : বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে শিক্ষার দাবিতে বের করা বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে দাঙ্গা পুলিশ। এসময় বিক্ষোভ দমাতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করা হয়েছে।

বৃহস্পতিবার চিলির রাজধানী সান্টিয়াগোতে ছাত্রদের ওপর এমন হামলা হয়েছে বলে জানা গেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে ছাত্ররা।

উল্লেখ্য, ২০১৪ সালে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট বেসেলেট। বৈষম্য কমাতে বেশ কিছু সামাজিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর আগে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি।

ক্ষমতায় আসার আগে বেসেলেট প্রতিশ্রুতি দিয়েছিলেন সবার জন্য বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করবেন। কিন্তু গত বছর অর্থনৈতিক সংকটের কারণে সংস্কার থেকে পিছিয়ে আসেন তিনি। একে ‘বিশ্বাসঘাতকতা’ আখ্যা দেয় বামপন্থীরা।

অন্যদিকে বিনামূল্যে শিক্ষার দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলন দমাতে পুলিশকে নগ্নভাবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

 

[সূত্র: বিবিসি]

 

ঢাকা, ২৯ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন