[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদযেভাবে মাহির প্রেমে পড়েন কম্পিউটার সাইন্সের ছাত্র


প্রকাশিত: May 29, 2016 , 1:42 am | বিভাগ: শোবিজ


mahi-live-5

শোবিজ লাইভ : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির বিয়ে নিয়ে আলোচনার শেষ নেই। হঠাৎ করে তার ওই বিয়ে নিয়ে সমালোচকরাও থেমে নেই। তবে সে যাই হোক মাহির বিয়ে হয়েছে প্রেম করে।

কম্পিউটার সাইন্সের ছাত্র পারভেজ মাহমুদ অপুর সঙ্গে প্রেমের পরিণতি টেনেছেন মাহি। বিয়ে করে রোমান্সের চূড়ান্ত রূপ দিয়েছেন। কিভাবে তাদের সেই প্রেমের শুরু হয়েছে তা জানা গেল অপুর মুখ থেকেই।

অপু বললেন, আমার গ্রামের বাড়িতে একজন বন্ধুর মাধ্যমে মাহির সঙ্গে আমার পরিচয়।

তবে একদিন বন্ধুদের সঙ্গে লং ড্রাইভে গিয়েই মাহির প্রেমে পড়ে যাই।

অপু বলেন, মাহি আমার সাথে ড্রাইভে ছিলো। আমি তখন গাড়ী চালাচ্ছিলাম আর তখন সে পিছনে বসে ছিলো। গাড়ির লুকিং গ্লাসেই তাকে আমি দেখছিলাম। এভাবেই তাকে ভাল লাগতে শুরু হল।

তিন বছর আগের এই ঘটনা থেকেই মাহির ব্যাপারে আগ্রহ বাড়তে থাকে অপুর। পরে দুই পরিবারের সম্মতিতেই ‘অগ্নি’ খ্যাত এই তারকাকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেলেন তিনি।

অপু বলেন, মাহির সব কিছুই আমার ভাল লাগে। নায়িকা হয়েও ও খুবই সরল; ক্ষেত্রবিশেষে বোকা টাইপ। আমার কাছে এটাই ভালো লাগে।

সিলেটের ছেলে পারভেজ মাহমুদ অপু পড়াশোনা করেছেন কম্পিউটার প্রকৌশল বিষয়ে। যুক্তরাজ্য থেকে পড়াশোনা শেষ করে এখন সিলেটে নিজেদের পারিবারিক ব্যাবসায় যুক্ত হয়েছেন। মাহির সঙ্গে তিন বছরের রোমান্সের পর বিয়ে হযেছে তাদের।

ঢাকা, ২৯ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন