[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদজাবিতে ফ্রি চলচ্চিত্র প্রদর্শনী মঙ্গলবার


প্রকাশিত: May 30, 2016 , 6:09 pm | বিভাগ: ইভেন্ট,ঢাকার ক্যাম্পাস,পাবলিক ইউনিভার্সিটি,মিডিয়া এন্ড ইভেন্ট


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবি লাইভ: জাজ মাল্টিমিডিয়া ও স্প্রাইটের পরিবেশনায় এবং জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির উদ্যেগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে ফ্রি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। কাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ ছবি প্রদর্শন করা হবে।

সিনে সোসাইটির সভাপতি নাঈম আবির জানান,বিকেল সাড়ে ৩ টায় ৪ টি ক্যাটাগরীতে জাতীয় চলচ্চিত্র পুরুস্কার প্রাপ্ত ফিল্ম “দেশা দ্যা লিডার” ও সন্ধা সাড়ে ৬ টায় “লালচর” ছবিটি প্রদর্শন করা হবে।

এ সময় পরিচালক সৈকত নাসির,হিরো শিপন মিত্র,জনপ্রিয় খলনায়ক টাইগার রবি ও শিমুল খান উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, ছবি দেথতে আসা সবার জন্য ফ্রি স্প্রাইটের ব্যবস্থাও থাকবে।

 

ঢাকা// ৩০ মে, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এএইচবি