[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদরাবিতে জিয়ার ৩৫তম শাহাদাতবার্ষিকী পালিত


প্রকাশিত: May 30, 2016 , 9:41 pm | বিভাগ: ক্যাম্পাস,পাবলিক ইউনিভার্সিটি,রাজশাহীর ক্যাম্পাস


20160530_173407

রাবি লাইভ: বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।

সোমবার বিকেল ৫টার দিকে শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কাজলাগেট সংলগ্ন মসজিদে রাবি শাখা ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদের নেতৃত্বে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহী।

বিশ্ববিদ্যালয়ের এনিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের প্রফেসর ড. সৈয়দ সারোয়ার জাহানের পরিচালনায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন রাবি সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. শামসুল আলম সরকার, ভারপ্রাপ্ত আহ্বায়ক ড. মো. এনামুল হক, প্রাণ রসায়ন বিভাগরে প্রফেসর ড. আমিনুল হক প্রমুখ।

এদিকে জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডিন কমপ্লেক্সে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

ফোরামের সভাপতি প্রফেসর ড. কে বি এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আমজাদ হোসেন, প্রফেসর ড. শামসুল আলম সরকার, প্রফেসর ড. সি এম মোস্তফা, প্রফেসর ড. সায়দুর রহমান, প্রফেসর ড. ময়েজ উদ্দিন, প্রফেসর ড. এনামুল হক, প্রফেসর ড. হাবিবুর রহমান, প্রফেসর ড. ফজলুল হক, প্রফেসর ড. হাছানাত আলী, ড. ইফতেখারুল আলম মাসুদ, ড. জি এম শফি, ড. শামসুজ্জোহা এছামী, ড. আওরঙ্গজিব মো. আব্দুর রহমান, ড. সৈয়দ সারওয়ার জাহান লিটন, ড. আব্দুল আলীম প্রমুখ।

পরে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

 

রাবি// এমআইএন, ৩০ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এএইচ