[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদনেত্রকোনায় শেখ হাসিনার নামে পাবলিক বিশ্ববিদ্যালয়


প্রকাশিত: June 12, 2016 , 1:27 am | বিভাগ: আপডেট,পাবলিক ইউনিভার্সিটি,ময়মনসিংহের ক্যাম্পাস


নেত্রকোনা লাইভ : অবশেষে নেত্রকোনায় পাবলিক বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। এ জেলার শিক্ষানুরাগীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে এব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) সাজ্জাদুল হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। ইতিমধ্যে স্থানও নির্ধারণ করা হয়েছে।

এর আগে শুক্রবার জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান নেত্রকোনায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়েছিলেন। এবার প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) সাজ্জাদুল হাসান বিষয়টি নিশ্চিত করলেন।

এর আগে জেলা প্রশাসক জানান, নেত্রকোনার নির্বাচিত জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলে ব্যক্তিরা, সুশীলসমাজ, গণ্যমান্য ব্যক্তি, কবি, সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবী এবং ঢাকাস্থ নেত্রকোনা সমিতি, সর্বোপরি সর্বস্তরের জনগণের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) সাজ্জাদুল হাসানের আন্তরিক প্রচেষ্টায় জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীতিগতভাবে অনুমোদন দিয়েছেন।

এরপর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে স্থান নির্ধারণ করার পর পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের অবকাঠামো নির্মাণের কার্যক্রম শুরু হবে।

কিছুদিন আগে নেত্রকোনার রাজুরবাজার এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাব্য জায়গা প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে।

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) সাজ্জাদুল হাসান সাংবাদিকদের জানান, নেত্রকোনার ইতিহাস, ঐতিহ্যের কথা বিবেচনা করেই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।

ঢাকা, ১২ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন