[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদভালবাসা ও বিমূর্ততা


প্রকাশিত: June 13, 2016 , 6:14 pm | বিভাগ: আর্টস এন্ড লিটারেচার


teacher-2
মো. রাহাত খান: ভালবাসা অর্থহীন, আড়াআড়ি কলমের খোঁচা,
উজবুক আঁকা আঁকি; ইচ্ছে ঘুড়ির কবিতার খাতা।
জাগরিত চিত্তের কল্পনা, অথবা স্বপ্নিল প্রজাপতির ডানা,
মায়াবী এক বাঁধনে রহস্যের চাঁদর মোড়া।

শিল্পীর আঁচরে সুগভীর বিমোহিত আঁখি যুগল,
কাজলের মাঝে ঘাতক চাহনি যেন মায়াবী গোলক ধাঁধাঁ।
লালচে কেশের আড়ালে অদূরে হারিয়ে যাওয়া ,
বারে বারে হারিয়ে যাওয়া আর ফিরে পাবার খেলা।

ভালবাসা, তুমি সত্যিই অর্থহীন! কিছু সুপ্ত বাসনা।
সাদা-কালো স্বপ্নে তুমি রঙের ছড়াছড়ি,
যেমন ইচ্ছে আঁকা কল্পিত অপ্সরী।
ভালবাসা, সে তো পিপাসু মনের উজবুক আঁকা আঁকি;
ইচ্ছে ঘুড়ির অতৃপ্ত কবিতার খাতা।

লেখক: লেকচারার, ব্যাবসায় প্রশাসন বিভাগ, সিটি বিশ্ববিদ্যালয়

ঢাকা //১৩ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এফআর