[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদসিকৃবিতে কর্মকর্তাদের পূর্ণদিবস কর্মবিরতি


প্রকাশিত: June 14, 2016 , 10:27 pm | বিভাগ: ক্যাম্পাস,পাবলিক ইউনিভার্সিটি,সিলেটের ক্যাম্পাস


13413790_984502758336901_2394511223939174794_n

সিকৃবি লাইভ: চাকরির বয়স, সিলেকশন গ্রেড ও ব্যক্তি বেতনস্কেল সম্পর্কিতসহ ৫ দফা দাবিতে পুরোবেলা কর্মবিরতি পালন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কর্মকর্তাবৃন্দ।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন ঘোষিত কর্মসূচির আওতায় সিকৃবি অফিসার পরিষদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা নিজ নিজ দাফতরিক কাজ থেকে বিরত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে দুপুরে প্রতিবাদ সভায় বক্তারা ৫ দাবি মেনে নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

দাবি দ্রুত মেনে নেয়া না হলে লাগাতার কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করবেন বলে তারা জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের সভাপতি মো. ছানোয়ার হোসেন মিঞা, রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মো. আনিসুর রহমান, চিফ মেডিক্যাল অফিসার ডা. অসীম রঞ্জন রায় প্রমুখ।

 

ঢাকা, ১৪ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এএইচ