[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদক্যাম্পাসেরই বাস কেড়ে নিল শিক্ষার্থীর প্রাণ


প্রকাশিত: June 16, 2016 , 5:43 pm | বিভাগ: আপডেট,ক্যাম্পাস,পাবলিক ইউনিভার্সিটি,রংপুরের ক্যাম্পাস


hstu
হাবিপ্রবি লাইভ: দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গাড়ির চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম মনিরুজ্জামান মীর।  তিনি এগ্রিকালচার বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন। তার বাড়ি চিরিরবন্দর উপজেলায়।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থী পরিবহনের একটি বাস ছেড়ে যাচ্ছিল।

এ সময় দ্রুত বাসে উঠতে গিয়ে পা পিছলে চাকার নিচে পড়ে যান। বাসটি চলন্ত অবস্থায় থাকায় মনিরুজ্জামান চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা কর্মকর্তা মোমিনুল ইসলাম বাসের চাকায় পিষ্ট হয়ে ছাত্র নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

ঢাকা, ১৬ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এফআর