[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদনর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ইফতার মাহফিল


প্রকাশিত: June 20, 2016 , 11:09 am | বিভাগ: ইভেন্ট,প্রাইভেট ইউনিভার্সিটি


neub-business-club-live

এনইইউবি লাইভ : নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে বিজনেস ক্লাবের অায়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ইফতার মাহফিলের অোয়াজন করা হয়। বিজনেস ক্লাবের উপদেষ্টা মোঃ আরিফুল হক চোধুরীর সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ও ডিন প্রফেসর ড. তোফায়েল অাহমেদ, রেজিষ্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া প্রমুখ।

এতে রমজান মাসের তাৎপর্য ও ফজিলত নিয়ে অালোচনা করেন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের এসোসিয়েট প্রফেসর ওয়াহিদুজ্জামান খাঁন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ডেপুটি রেজিষ্ট্রার শাহজাদা আল সাদিক, পরীক্ষা নিয়ন্ত্রক শামস ইলাহী রাসেল, পাবলিক রিলেশন অফিসার অারিফ ইকবাল চৌধুরী, কম্পিউটার সাইন্স বিভাগের উপদেষ্টা অাহসান হাবিব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের এসিস্ট্যান্ট প্রফেসর ড. মুনসী নাসের ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকবৃন্দ।

আলোচনার শুরুতে পবিত্র কোরঅান থেকে তেলাওয়াত করেন বিবিএ নবম সেমিষ্টারের ছাত্র নাসরু অাহমেদ।
উপস্থাপনায় ছিলেন বিবিএ নবম সেমিষ্টারের ছাত্র রাহী। পরে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ঢাকা, ২০ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন