[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদপুলিশের সঙ্গে শিক্ষকদের সংঘর্ষে নিহত ৩, গাড়িতে আগুন


প্রকাশিত: June 20, 2016 , 11:32 am | বিভাগ: আপডেট,ফরেন ক্যাম্পাস


mexico-live

ইন্টান্যাশনাল লাইভ : পুলিশের সঙ্গে শিক্ষকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশের গুলিতে ৩জন নিহত হয়েছে। প্রতিবাদে শিক্ষকরা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন।

মেক্সিকোর দক্ষিণাঞ্চলের একটি শহরে রোববার বিক্ষোভরত শিক্ষকদের সঙ্গে পুলিশের এমন সংঘর্ষ হয়। এসময় আহত হয়েছেন ১২ জনের বেশি। এতে তিন পুলিশও আহত হয়েছে।

নিহত তিনজনের পরিচয় জানা যায়নি। স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সংঘর্ষে ৪৫ জন আহত হয়েছে।
তবে জাতীয় নিরাপত্তা কমিশন এক বিবৃতিতে বলছে, সংঘর্ষে ২১ পুলিশ আহত হয়েছে। তাদের মধ্যে তিনজন গুলিতে আহত।

দেশটির ওয়াহকা রাজ্যের আসুনকিওন নোচিক্সলান শহরে শিক্ষকেরা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছিলেন। পুলিশ শিক্ষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে। বিক্ষোভরত শিক্ষকেরা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

সরকারি শিক্ষাব্যবস্থার সংস্কার ও দুই শিক্ষকনেতাকে আটক করার প্রতিবাদে দ্য ন্যাশনাল এডুকেশন ওয়ার্কার্স কো–অরডিনেটর (সিএনটিই) এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে।

ঢাকা, ২০ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন