[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদচলতি বছর থেকেই প্রাথমিক সমাপনী পরীক্ষা বন্ধ


প্রকাশিত: June 21, 2016 , 12:05 pm | বিভাগ: আপডেট,এক্সাম,স্কুল


Primary-Psc

লাইভ প্রতিবেদক : পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) চলতি বছর থেকেই বন্ধ করে দেয়া হচ্ছে। এব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বছর থেকেই পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী পরীক্ষা হচ্ছে না।

উল্লেখ্য ২০০৯ সালে মন্ত্রিসভার সিদ্ধান্তে পঞ্চম শ্রেণিতে প্রাথমিক সমাপনী পরীক্ষার (পিইসি) প্রচলন শুরু হয়।

তবে প্রাথমিক সমাপনী নিয়ে শুরু থেকেই আভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে অনিহা ছিল। তাদের দাবির প্রেক্ষিতে সরকার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এ পরীক্ষাটি ২০১৭ সাল থেকে বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। পরে অভিভাবক ও শিক্ষাবিদদের দাবির মুখে চলতি বছরেই এ পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত হয়।

ঢাকা, ২১ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন