[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদগ্রীসে স্কলারশিপ পেলেন ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্রী


প্রকাশিত: June 23, 2016 , 11:08 am | বিভাগ: আপডেট,স্কলারশিপ


jannatul-ferdous

ডিআইইউ লাইভ : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রী জান্নাতুল ফেরদৌস মিম গ্রীসে সম্মানজনক ইরাসমাস মুন্ডুস লিডারশিপ স্কলারশিপ পেয়েছেন।

ইউরিপিয়ান ইউনিয়নের অর্থায়নে University of Crete তে তিনি ওই স্কলারশিপ পেয়েছেন। জান্নাতুল ফেরদৌস ড্যাফোডিল ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী। তিনি গ্রীসে ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের জুন মাস পর্যন্ত ফ্রি পড়াশোনার সুযোগ পাবেন।

এমন স্মানজনক স্কলারশিপ পাওয়ায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে।

ঢাকা, ২৩ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন