[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদনজরুল বিশ্ববিদ্যালয়ে ঈদের বিনোদনে দর্শনার্থীরা


প্রকাশিত: July 8, 2016 , 4:25 pm | বিভাগ: আপডেট,পাবলিক ইউনিভার্সিটি,ময়মনসিংহের ক্যাম্পাস


pi

জাককানইবি লাইভ : সারাদেশে বৃহস্পতিবার পালিত হয় ঈদুল ফিতর । বিকাল থেকেই ঈদ উৎসব এ যুক্ত হয় আকাশে গুরি গুরি বৃষ্টি। কিন্তু বিনোদন প্রেমী সাধারণ মানুষ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত বটতলায় জড়ো হয়ে আনন্দা ভাড়াভাগি করে নয়। উপস্থিতি ছিল ব্যাপক।

ঈদের উৎসবে একটু বাড়তি আনন্দের জন্য তারা ময়মনসিংহ, ত্রিশালের বিভিন্ন এলাকা থেকে এসেছেন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে। সকলে এসেছেন প্রিয়জন নিয়ে একান্তে কিছু সময় কাটানোর জন্য।

সাইফুল ইসলাম তুহিন, পেশায় একজন শিক্ষক তিনি ক্যাম্পাসলাইভকে জানান, ঈদ আনন্দে বাড়তি কিছু পাওয়ার আশায় ক্যাম্পাসে আসা। অনেক বেশি ভাল লাগছে। ঈদ আনন্দ সার্থক।

আরেক দর্শনার্থী আবু রায়হান জানান, নজরুল বিশ্ববিদ্যালয়ে এসেছি ঈদ আয়োজন প্রিয়জনদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গনে বিনোদন পিপাসু সাধারণ মানুষ সব কিছু ভুলে সকলে ঈদ আনন্দ উদযাপনে মত্ত ছিল। কেউবা আড্ডা, কেউবা ছবি, কেউবা গান গেয়ে উদযাপিত করেছে ঈদুল ফিতরের আনন্দ ।

মেহেদী জামান লিজন
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাককানইবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
মোবাইলঃ ০১৯১৪-৫৪৫৪০৮

 

ঢাকা, ০৮ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএইচ এন