[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদডিভোর্সের অ্যাপিল শ্রাবন্তির!


প্রকাশিত: December 22, 2013 , 1:53 am | বিভাগ: শোবিজ


শোবিজ লাইভ: নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তি বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন! না এটি কোন সিনেমার কাহিনী নয়। বাস্তব জীবনেই ঘটেছে এ কাহিনী। অভিনেত্রী শ্রাবন্তি এবং চিত্র পরিচালক রাজীব বিশ্বাস তাদের দাম্পত্য জীবনে পর্দা নামানোর জন্য কোর্টে ডিভোর্সের জন্য অ্যাপিল করেছেন।

অভিনেত্রী শ্রাবন্তি ২০০৩ সালে প্রেম করে বিয়ে করেন চিত্র পরিচালক রাজিবকে। তাদের বর্তমানে একটি পুত্র সন্তান রয়েছে। নাম ঝিনুক। বিয়ের পরে বেশ কয়েক বছর এই অভিনেত্রীকে আর পর্দায় দেখা যায়নি।

বিয়ের বেশ একটা বড় সময় পর আবার শ্রাবন্তি নিজেই অভিনয় জগতে ফিরে আসেন। বর্তমানে টলিউডের গ্ল্যামারাস অভিনেত্রীদের মধ্যে শ্রাবন্তি অন্যতম। অভিনয়ে ফিরে আসার পরই তাদের দাম্পত্য জীবনে কালো ছাঁয়া নেমে আসে।

দীর্ঘদিন থেকে তাদেরকে নিয়ে নানা কানঘুষা আলাপ-আলোচনা চলে আসছিল। অবশেষে এই দম্পতি নিজেরাই তাদের এই বিবাহ বিচ্ছেদ এর ব্যাপারে মিডিয়ার সামনে মুখ খোলেন।

মিডিয়ার ফিরে আসার পর শ্রাবন্তিকে নিয়ে পরকীয়া প্রেমের অভিযোগ উঠতে থাকে। এনিয়ে মনমালিন্য, কানঘুষার পর অবশেষে তারা বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে।

 

ঢাকা, ২২ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন