[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদচিত্রে কল্যাণপুরের অপারেশন


প্রকাশিত: July 26, 2016 , 9:49 pm | বিভাগ: ফিচার


1

লাইভ প্রতিবেদক: কল্যাণপুরের অপারেশনের ব্যাপারে নানান তথ্য মিলেছে। উঠে এসেছে না জানা অনেক কথা। চিত্রে ফুটে উঠছে এরা কারা। এদের পরিনতির খবর। কি অবস্থানে ছিল তারা। এর নেপধথ্যে কোন তথ্যকি আপনার জানা আছে। থাকলে পুলিশকে জানাতে পারেন। দুর করতে পারেন সন্দেহ।
রাজধানীর কল্যাণপুরে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে নিহত জঙ্গিদের ছবি ফেসবুকে প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাদের পরিচয় জানা থাকলে ডিএমপিকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ডিএমপির নিজস্ব ফেসবুক পেইজে নিহত ৯ জঙ্গীর ছবিসহ একটি পোস্ট দেয়া হয়।

পোস্টটিতে জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করে বলা হয়েছে, নিহত জঙ্গিদের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা জানা থাকলে এই (ডিএমপি) পেজে ইনবক্স করুন। অথবা cyberunit@dmp.gov.bd ঠিকানায় মেইল করুন।

 

2348765910111214

 

ঢাকা, ২৬ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এফআর