[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদবিটেকে ফুটবল টুর্নামেন্ট শুরু


প্রকাশিত: July 28, 2016 , 9:02 pm | বিভাগ: কলেজ,ক্যাম্পাস,জাতীয় খেলা,স্পোর্টস


BTEC

বিটেক লাইভ: টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) “কোপা সিক্স ব্যাচ” নামে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে টুর্নামেন্টে মোট চারটি দল এতে অংশ নিয়েছে।

দলগুলো হচ্ছে- টেক্সটাইল ফাইটারস, টেক্সটাইল থান্ডারস, জায়ান্ট ইলেভেন এবং ডেস্ট্রয় বুল বার্নারস।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে বিটেকের কেন্দ্রীয় খেলার মাঠে টেক্সটাইল থান্ডারস এবং ডেস্ট্রয় বুল বার্নারস এর মধ্যকার প্রথম ম্যাচ শুরুর মাধ্যমে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেকচারার নাজির হোসাইন এবং লেকচারার হরিশংকর রায়। এ সময় বিটেকের সকল বর্ষের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টটির আয়োজক ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী শাহজাহান সিরাজ জানান, “চলমান ফাইনাল পরীক্ষায় শিক্ষার্থীদের মাঝে খানিকটা বিনোদন এবং একঘেমেয়িতা দূর করতেই এই আয়োজন। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টটি আশা করি সকল বর্ষের শিক্ষার্থীদের আনন্দ দেবে।”

টুর্নামেন্টটির প্রথম ম্যাচের শ্বাসরুদ্ধকর খেলায় ডেস্ট্রয় বুল বার্নারস ৪-০ তে জয়লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ হন ডেস্ট্রয় বুল বার্নারস এর নাঈম ইসলাম।
এবি//বিটেক, ২৮  জুলাই(ক্যাম্পাসলাইভ২৪.কম) // এফআর