[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদইউআইটিএসে শিক্ষক-শিক্ষার্থীদের মাতিয়েছে ইংরেজি বিভাগ


প্রকাশিত: August 4, 2016 , 1:36 am | বিভাগ: ইভেন্ট,প্রাইভেট ইউনিভার্সিটি


uits-4
ইউআইটিএস লাইভ : ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এ ইংরেজি বিভাগের উদ্যোগে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার “সেলিব্রেশন অব্ দ্য গ্রেটস্ : রবীন্দ্রনাথ, নজরুল এবং শেক্সপিয়র” শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. মুহাম্মদ সোলায়মান,  বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ ড. এস. আর. হিলালী।

uits-6

স্বাগত বক্তব্য দেন ইংরেজি বিভাগের প্রধান সৈয়দা আফসানা ফেরদৌসী। সেমিনারে ‘শেক্সপিয়র-রবীন্দ্রনাথ-নজরুল: বিশ্বমানবতা, শান্তি ও মুক্তির বার্তা-প্রচারক’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও সাহিত্য সমালোচক ড. ফজলুল হক সৈকত। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের শিক্ষক তানিয়া তাবাসসুম।

সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে ইংরেজি বিভাগের শিক্ষার্থী  পিংকী, সূচনা ও জ্যোতির উপস্থাপনায় পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ও নজরুলের কবিতা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত।

এছাড়াও শেক্সপিয়রের নাটক ‘মার্চেন্ট অব ভেনিস’ মঞ্চস্থ হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

uits-5

 

ঢাকা, ০৪ আগষ্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন