[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদওবামার মেয়েও ‘গাঁজা’ খায় (ভিডিও)


প্রকাশিত: August 11, 2016 , 5:01 pm | বিভাগ: ইন্টারন্যাশনাল


obama

ইন্টারন্যাশনাল লাইভ: এক ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়ে মালিয়া ওবামাকে সন্দেহজনক সিগারেট হাতে দেখা গেছে। সামাজিক মাধ্যম ফেসবুকসহ ইউটিউবে ভিডিওটি রীতিমতো ভাইরাল। ধারণা করা হচ্ছে সেটি আসলে সিগারেট নয় বরং তা গাঁজা ছিল।

বুধবার মার্কিন গণমাধ্যম রাডার সর্বপ্রথম এই ভিডিওটি প্রকাশ করেছে।

ব্রিটেনের গণমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, ওবামার বড় মেয়ে মালিয়াকে ধূমপান করতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের শিকাগোয় লোলাপালোজা সংগীত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে একদল তরুণ-তরুণীর সঙ্গে মালিয়া গাঁজা সেবন করছেন।

উল্লেখ্য, মালিয়া অ্যাজমা রোগী। সম্প্রতি গাঁজা সেবন অবৈধ ঘোষণা করা হয়েছে ইলিনয় রাজ্যে। অবৈধ হিসেবে গাঁজা সেবন করলে সেখানে জরিমানার বিধান রাখা হয়েছে, তবে তা খুবই অল্প।

 

ভিডিও লিংক:

 

ঢাকা, ১১ আগস্ট(ক্যাম্পাসলাইভ২৪.কম)// এফআর