[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদনানা আয়োজনে পবিপ্রবিতে শোক দিবস পালিত


প্রকাশিত: August 15, 2016 , 9:02 pm | বিভাগ: ক্যাম্পাস,বরিশালের ক্যাম্পাস


pstu

পবিপ্রবি লাইভ: নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।

এরপর জাতির জনকের আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি জানান বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।

pstu-2

এক শোকর্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। দিবসের গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড মো শামসুদ্দীন, রেজিস্ট্রার প্রফেসর ড. সুলতান মাহমুদ, প্রফেসর আ ক ম মোস্তফা জামান, প্রফেসর স্বদেশ সামন্ত, প্রফেসর ড. মো আবুল কাশেম চৌধুরি,বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. আনিসুজ্জামান আনিস, সাধারণ সম্পাদক মো. রায়হান আহমেদ রিমন, সহ-সভাপতি বাবু প্রতাপ চন্দ্র রায় নিলয়, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শাহরিয়ার মিল্টন, মো. রকিবুল ইসলাম, মোসায়েদুল ইসলাম সাদী, সাংগঠনিক সম্পাদক কে এম মেহেদী হাসান, ফেরদৌস আহমেদ, বিভিন্ন হল শাখা কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সেমিস্টারের ছাত্র-ছাত্রীবৃন্দ , কর্মকর্তা -কর্মচারী প্রমুখ।

 

পাপ্পু//পবিপ্রবি, ১৫ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এফআর