[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদএইচএসসির ফলের অপেক্ষায় সোয়া ১২ লাখ শিক্ষার্থী


প্রকাশিত: August 17, 2016 , 11:56 am | বিভাগ: আপডেট,এক্সাম


exam (2)

লাইভ প্রতিবেদক : এইচএসসি ও সমমানের ফলের অপেক্ষায় রয়েছেন সোয়া ১২ লাখ শিক্ষার্থী। এর মধ্যে এইচএসসিতে ১০ লাখ ২০ হাজার ১০৯ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৯১ হাজার ৫৯১ জন, কারিগরি বোর্ডের অধীনে এক লাখ ২ হাজার ১৩২ জন এবং ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) ৪ হাজার ৭৯৬ শিক্ষার্থী ফলাফলের অপেক্ষায় রয়েছেন।

জানা গেছে, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার (১৮ আগস্ট)। শিক্ষা সচিব সোহরাব হোসাইন এ তথ্য জানিয়েছেন।

গত ৩ এপ্রিল এই পরীক্ষা শুরু হয়েছিল। শেষ হয় জুন মাসে। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থী ছিল ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন।

শিক্ষা সচিব জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় শিক্ষামন্ত্রীর সঙ্গে থাকবেন সব শিক্ষাবোর্ড চেয়ারম্যান। পরে দুপুর ১টায় মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তুলে ধরবেন মন্ত্রী। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

ঢাকা, ১৭ অাগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন