[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদএইচএসসিতে এবার পাসের হার ৭৪.৭০ শতাংশ


প্রকাশিত: August 18, 2016 , 11:02 am | বিভাগ: আপডেট,এক্সাম,কলেজ


লাইভ প্রতিবেদক : এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হয়েছে। এতে চলতি বছরে গড় পাসের হার ৭৪.৭০ শতাংশ। গত বছর গড় পাসের হার ছিল ৬৯ দশমিক ৬০ শতাংশ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে ফলের অনুলিপি হস্তান্তর করেন।

দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং মোবাইল এসএমএস ও ইন্টারনেটের মাধ্যমে ফল জানতে পারবেন।

গত ৩ এপ্রিল থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে দুই হাজার ৪৫২টি কেন্দ্রে ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী অংশ নেয়।

ঢাকা, ১৮ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন