[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদপবিপ্রবির নতুন রেজিস্ট্রার জেহাদ পারভেজ


প্রকাশিত: August 18, 2016 , 5:45 pm | বিভাগ: আপডেট,ক্যাম্পাস,বরিশালের ক্যাম্পাস


PSTU-3
পবিপ্রবি লাইভ: পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর জেহাদ পারভেজকে নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার জনসংযোগ অফিস এ তথ্য নিশ্চিত করে।

প্রফেসর জেহাদ পারভেজ কৃষি অনুষদের উদ্ভিদ রোগতত্ব বিভাগের প্রফেসর হিসেবে কর্মরত আছেন। তিনি বিদায়ী রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সুলতান মাহমুদের স্থলাভিসিক্ত হলেন।

হটাত করেই রেজিস্ট্রার নিয়োগে বিশ্ববিদ্যালয় জুড়েই নানা মহলে নানা মত সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “ কিছুক্ষণ ধরেই প্রফেসর ড. সুলতান মাহমুদ এর নিয়োগ অবৈধ দাবি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট স্মারকলিপি দেয় শিক্ষকদের একাংশ, প্রফেসর সুলতান কে সকল পর্যায়ের দায়িত্ব থেকেও অব্যহতির দাবি করে আসছিল শিক্ষকদের এই অংশ”।

তবে কেন প্রফেসর সুলতান মাহমুদ সরিয়ে প্রফেসর জেহাদ পারভেজ কে রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেয়া হল সে বিষয়ে কিছু বলেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

পাপ্পু//পবিপ্রবি, ১৮ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এফআর