[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদপবিপ্রবিতে ভেটেরিনারি বিষয়ক সেমিনার


প্রকাশিত: August 20, 2016 , 4:28 pm | বিভাগ: আপডেট,ক্যাম্পাস,বরিশালের ক্যাম্পাস


pstu

পবিপ্রবি লাইভ: পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “Role of veterinarian in Global health” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

২০ আগষ্ট বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের কেন্দ্রীয় অডিটোরিয়ামে শনিবার এ সেমিনার অনুষ্ঠিত হয়।

মেডিসিন সার্জারী এন্ড অবস্টেট্রিক্স বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. দিব্যেন্দু বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের মেডিসিন সার্জারী এন্ড অবস্টেট্রিক্স বিভাগের ব্যবস্থাপনায় এবং হেকেপ, ইউজিসি, বিশ্ব ব্যাংক বাংলাদেশের অর্থায়নে এই সেমিনারে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো আবুল কাশেম চৌধুরি, ড. এ কে এম মোস্তফা আনোয়ার, ড. মো সেলিম আহমেদ, প্রফেসর ড. মো. আব্দুর রশীদ, ড. খন্দকার জাহাঙ্গীর আলম, ড. মো রুহুল আমিন, ড.মো আহসানুর রেজা, বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকা, মাস্টার্সের শিক্ষার্থীরা, কর্মকর্তা কর্মচারী প্রমুখ।

pstu-2

সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ড. নীতীশ চন্দ্র দেবনাথ, (ওয়ান হেলথ কো অর্ডিনেটর, FAO )।

এতে সভাপতিত্ব করেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. মো. লালমদ্দিন মোল্লা।

সেমিনারে ভেটেরিনারি শিক্ষার ওপর পেপার উপস্থাপন করেন ড. মো. মাকসুদুল হাসান হাওলাদার, প্রফেসর ড আ ন ম আমিনুর রহমান, প্রফেসর ড. মো. আবু হাদী নুর আলী খান ।

পাপ্পু//পবিপ্রবি, ২০ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এফআর