[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদহাবিপ্রবিতে রোটার‍্যাক্ট ক্লাবের রোটাবর্ষের ইয়ার লঞ্চিং উদযাপন


প্রকাশিত: August 20, 2016 , 5:47 pm | বিভাগ: আপডেট,ক্যাম্পাস,রংপুরের ক্যাম্পাস


HSTU

হাবিপ্রবি লাইভ: হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ে ‘বন্ধুত্বের মাধ্যমে সেবা’ এ মূলমন্ত্রকে সামনে রেখে রোটার‍্যাক্ট ক্লাব এইচএসটিইউ ইয়ার লঞ্চিং অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে সকাল ১০টায় ক্যাম্পাসের ডি চত্ত্বর থেকে ইয়ার লঞ্চিং র‍্যালি বের হয়।

র‍্যালি শেষে তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করেন এবং ক্যাম্পাসকে ক্লিন রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য আরিফুর রহমান, পিপি মমিনুল ইসলাম, সহিদুর রহমান, পিপি মামুন অর রশিদ,আই পিপি সেলিম রেজা এবং রোটার‍্যাক্ট ক্লাব এইচ এস টি ইউ এর বর্তমান প্রেসিডেন্ট আওয়াল।

অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সদস্য আলামিন ও আব্দুল মজিদ।

 

ঢাকা, ২০ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এফআর