[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদফার্স্ট হতে না পেরে, শিক্ষিকাকে কিল-ঘুষি!


প্রকাশিত: August 20, 2016 , 10:03 pm | বিভাগ: বরিশালের ক্যাম্পাস,স্কুল


Pirojpur

পিরোজপুর লাইভ: ফার্স্ট হতে না পেরে, শিক্ষিকাকে কিল-ঘুষি দিয়ে জখম করল এক অভিভাবক। এ নিয়ে এলাকায় চলছে তোলপাড়। পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ৪৫নং ওদোনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর, দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল নিয়ে ঘটে যায় এক বিরল ঘটনা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সরোয়ার হোসেন জানান, ২০ শে আগস্ট শনিবার বিদ্যালয়ে প্রথম শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ওই শ্রেণীর ছাত্রী জেমী খানম পরীক্ষায় কেন প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় হলো না এমন প্রশ্নে অভিভাবকগণ ক্ষুব্ধ হয়ে শিক্ষকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ওই শিক্ষার্থীর মার্কশিট ছিঁড়ে ফেলেন অভিভাবকরা।

এ ঘটনার প্রতিবাদ করায় এক শিক্ষিকাকে কিল-ঘুষি মেরে আহত করেছেন ওই শিক্ষার্থীর অভিভাবকরা। এ ঘটনায় আহত শিক্ষিকা মিতালী খানমকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষার্থীরা জানান, ছাত্রী জেমীর মা ফারজানা আক্তার শিমু ও নানী মাহমুদা বেগম ক্ষুব্ধ হয়ে জেমির মার্কশিট টেনে ছিঁড়ে ফেলে দেয়। শিক্ষকরা এর প্রতিবাদ করলে জেমীর মা ফারজানা আক্তার শিমু ও নানী মাহমুদা বেগম দুজনে মিলে স্কুল শিক্ষিকা মিতালী খনমকে (৩০) কিল ঘুষি দিয়ে এবং দেয়ালের সাথে আঘাত করে গুরুতর আহত করে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান বিশ্বাস জানান, ঘটনার বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মৌখিকভাবে এসে থানায় জানানোর পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুর, ২০ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আই এইচ