[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদজেলটা মিলেনিয়াম কিউ২০ বাজারে


প্রকাশিত: August 22, 2016 , 8:28 pm | বিভাগ: বিজনেস


jelata
বিজনেস লাইভ: পারটেক্স স্টার, কর্ণফুলী গ্রুপ ও মেট্রো গ্রুপের যৌথ উদ্যোগে ‘স্কাই টেলিকমিউনিকেশন লিমিটেড’ বাজারে এনেছে অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ জেলটা মিলেনিয়াম কিউ২০ মডেলের নতুন স্মার্টফোন।
ডুয়েল সিমের অত্যাধুনিক মডেলের ৪ ইঞ্চি স্ক্রিনের এই স্মার্টফোনটির ডিসপ্লে ডব্লিউভিজিএ প্রযুক্তির। অ্যানড্রয়েড ললিপপ ৫.১ অপারেটিং সিস্টেমের হ্যান্ডসেটটিতে রয়েছে ১.৩ গি.হা কোয়াড কোর প্রসেসর, ২ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও ১.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ১৫০০এমএএইচ লিআয়ন ব্যাটারি, ৫১২ মেগা র‌্যাম+৪ জিবি রম (এক্সপ্যান্ডেবল স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত) প্রভৃতি।
এক বছরের ওয়ারেন্টিতে বিনামূল্যে ফ্লিপ কভারসহ ২ হাজার ৮৯৫ টাকায় এ স্মার্ট ফোনটি পাওয়া যাচ্ছে সারা দেশে। বিস্তারিত জানা যাবে ০৯৬১১৮০৮০৮০ হটলাইন নম্বরে।

 

 

ঢাকা, ২২ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএম