[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদমোটরবাইকে জার্মান তরুণীর বিশ্বভ্রমণ নিয়ে হৈচৈ


প্রকাশিত: August 22, 2016 , 10:57 pm | বিভাগ: ইন্টারন্যাশনাল


Bike
ইন্টারন্যাশনাল লাইভ: কেবলমাত্র জেদই একমাত্র সম্বল। তাই জেদকে সম্বল করেই প্রায় অর্ধেক দুনিয়া ঘুরে বর্তমানে ভারতে পৌঁছেছেন এক জার্মান তরুণী। ওই তরুণীর নাম লি ট্রাম্প। তিনি পেশায় একজন লেখক হলে কী হবে, মনের ভেতর লুকনো রয়েছে অদম্য সাহস। শুধুমাত্র দুই চাকার বাহনে চড়ে নেমে পড়েছেন বিশ্বভ্রমণে। প্রাকৃতিক-কৃত্রিম, সব বিপর্যয় উপেক্ষা করে কেবল একটি মোটরবাইক নিয়ে স্বপ্ন দেখেন বিশ্বজয়ের।

চাকরিটাও আর করা হলো না তাঁর। নেমে পড়েছেন রাস্তায়।

লির বাবাও বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েছিলেন মোটরসাইকেল নিয়ে। বাবাকে অনুকরণে লি ট্রাম্প টাইগার-৮০০ এক্সসিএ মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন। ভালোবেসে যার নাম দিয়েছেন ক্লেও। শুরুটা করেছিলেন গত বছরের ডিসেম্বরে। কনকনে শীতে নিজের প্রিয় ‘ক্লেও’তে চড়ে বেরিয়ে পড়েছিলেন তিনি। বিশ্বের ৩৭টি দেশ ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন লি।

নিজের এ অভিযানে উজবেকিস্তান, তাজিকিস্তানের মতো দেশও সফর করেছেন লি। বর্তমানে ভারতের চণ্ডীগড়ে রয়েছেন জার্মান সুন্দরী। এরপর চীন, পাকিস্তান হয়ে যাবেন নেপাল, মিয়ানমার ও থাইল্যান্ডে। ২০১৭ সালে জার্মানিতে ফিরে শেষ করবেন বিশ্বভ্রমণের বৃত্ত।

শুধুমাত্র কোনো জায়গা ছুঁয়ে যাওয়া নয়; প্রত্যেক দেশের সংস্কৃতি, বাসিন্দাদের জীবনশৈলীর সাক্ষী থাকছেন লি। বৈচিত্র্যের প্রতিটা মুহূর্তকে নিজের লেখার মধ্যে ধরে রেখেছেন তার ব্যক্তিগত ব্লগে।

 

ঢাকা, ২২ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এফআর