[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদজিপিএ-৫ মিস মানে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নভঙ্গ নয়


প্রকাশিত: August 24, 2016 , 2:57 pm | বিভাগ: আপডেট,এডমিশন


cu-engineer

যারা ভাবছেন জিপিএ- ৫ মিস মানে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মিস, তাদের জন্য এই পোস্ট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদ।

মোট ১১০ টি আসনের এই অনুষদে প্রতি বছর হয় কঠিন প্রতিযোগিতা।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য এইচএসসির জিপিএ আনুমানিক ৩.৫ এর মত থাকলেই চলবে।

এবার দেখে নেওয়া যাক এই অনুষদ সম্পর্কে বিস্তারিত সব তথ্য এক পলকেঃ

❋❋ ফ্যাকাল্টির নাম : ইঞ্জিনিয়ারিং অনুষদ (Faculty of Engineering)

❋❋ ফ্যাকাল্টির অধীনে বিভাগসমূহ এবং আসন বিন্যাস :

(১) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ = ৬০ টি

(২) ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ = ৫০টি

➟ মোট আসন = ১১০টি

❋❋ গত বছর আবেদনকারীর সংখ্যা ছিলঃ
২৩ হাজার ৪ শত ৪৪ জন।

❋❋ প্রশ্নপত্রের প্যাটার্ণ ও বিষয়ভিত্তিক পাশ নম্বর :
বাংলা = ১০, ✔পাশ নম্বর = ৩.
ইংরেজী = ২০, ✔পাশ নম্বর = ৬.
গণিত = ২৫, ✔পাশ নম্বর = ১০.
পদার্থবিদ্যা = ২৫, ✔পাশ নম্বর = ১০.
রসায়ন/পরিসংখ্যান = ২০ x ১ = ২০, ✔পাশ নম্বর =
৮.

➟ সর্বমোট পাশ নম্বরঃ ৪০

[কার্টেসি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদ]

 

 

ঢাকা, ২৪ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন