[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদচবিতে বাড়ছে আসন, বন্ধ হচ্ছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা


প্রকাশিত: August 25, 2016 , 11:14 am | বিভাগ: আপডেট,এডমিশন,পাবলিক ইউনিভার্সিটি


CU_

চবি লাইভ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধ করে দেয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মত এ বিশ্ববিদ্যালয়েও এমন নিয়ম চালু হচ্ছে। তবে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে এ নিয়ম কার্যকর হবে।

এদিকে চলতি বছর বিভিন্ন বিভাগে বাড়ছে আরও ১৩৮টি আসন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটি ও ডিনস কমিটি সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে এখনও এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. কামরুল হুদা।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. কামরুল হুদা জানিয়েছেন, সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেয়ার যে নিয়ম বিশ্ববিদ্যালয়ে চলছে তা আগামী বছর থেকে আর থাকবে না। তবে সেটা এখনও কার্যকর হয়নি। আগামী ডিনস কমিটির সভায় বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদন পেতে পারে।

আসন বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, সার্বিক বিষয়ে চিন্তা করে সব ক’টি অনুষদে মোট ১৩৮টি আসন বাড়ানো হয়েছে।

ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ সেপ্টেম্বর : বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষ বর্ষের আবেদনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এ আবেদনের সময়সীমা চলবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ থেকে ৩০ অক্টোবর।

ঢাকা, ২৫ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন