[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদবেরোবির ভর্তি পরীক্ষা ১৩ নভেম্বর, ছিটমহল কোটা চালু


প্রকাশিত: September 6, 2016 , 6:23 pm | বিভাগ: আপডেট,রংপুরের ক্যাম্পাস


BRUR

বেরোবি লাইভ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৩ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য মোবাইল ফোনের মাধ্যমে আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।

মঙ্গলবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লিখিত শিক্ষাবর্ষ থেকে ভর্তিতে ০.৫% (প্রতি ২০০ জনে ১ জন) বিলুপ্ত ছিটমহল অধিবাসী কোটা প্রবর্তন করা হয়।

এ বিষয়ে ভিসি বলেন, যখন ছিটমহল ছিলো; তখন ছিটমহলবাসী সভ্যতার উন্নয়নের ফসল থেকে বঞ্চিত হয়েছিলো। তাদের কেউ চাইলেও সহজে শিক্ষার সুযোগ পেতো না। তারা ভিন্ন পরিচয়ে শিক্ষা গ্রহণ করতো। কর্মজীবনে সেসব আমলে নেয়া হতো না। তাই এই পিছিয়ে থাকা বঞ্চিত বিলুপ্ত ছিটমহলের অধিবাসীদেরকে শিক্ষার মূলধারায় অন্তর্ভূক্তি এবং উন্নয়নের সুফল পাওয়ার সুযোগ সৃষ্টির জন্য এই কোটা প্রবর্তন করা হয়েছে।

 

ঢাকা, ০৬ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এফআর