[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদপবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স ওয়ার্কশপ


প্রকাশিত: September 6, 2016 , 7:25 pm | বিভাগ: আপডেট,বরিশালের ক্যাম্পাস


pstu

পবিপ্রবি লাইভ: পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাপাসিটি এনহেন্সমেন্ড ফর সেলফ এসেসমেন্ট প্রসেস এর ওপর দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফিস কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ডিজাস্টার ম্যানেজম্যেন্ট অনুষদের সেমিনার কক্ষে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

উক্ত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো শামসুদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. শহিদুল ইসলাম ( ডিরেক্টর আইকিউএসি,পবিপ্রবি)।

এতে সভাপতিত্ব করেন প্রফেসর আ ক ম মোস্তফা জামান (হেড, এসএ কমিটি, ডিজাস্টার ম্যানেজম্যেন্ট অনুষদ।

ওয়ার্কশপে ডিজাস্টার ম্যানেজম্যেন্ট অনুষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

পাপ্পু//পবিপ্রবি,  ০৬ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এফআর