[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদরাবি স্কুলের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান


প্রকাশিত: September 7, 2016 , 4:58 pm | বিভাগ: আপডেট,রাজশাহীর ক্যাম্পাস


RU
রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের অধিকারী শিক্ষার্থীদের ‘উপাচার্য পুরস্কার’ প্রদান করেন। এই অনুষ্ঠানে পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসিসহ অন্যান্য পরীক্ষায় কৃতিত্বের অধিকারী শিক্ষার্থীদের ‘মেধা পুরস্কার’ও প্রদান করা হয়।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে স্কুলের প্রিন্সিপাল প্রফেসর মোহা. আলী আহসানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মো. আনসার উদ্দীন ও ভাইস প্রিন্সিপাল এ বি এম কমরুদৌলা, স্কুলের ভাইস প্রিন্সিপাল মো. শফিউল আলম বক্তব্য রাখেন।

শেষ পর্বে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠনের আয়োজন করা হয়। স্কুলের শিক্ষক ডালিয়া রহমান. ড. মোহা. কাওসার হোসাইন, মো. আবু জাহিদ আল বোরহান ও মো. বাদশা আলম অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমঅাইএন//রাবি, ০৭ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এফআর