[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদমেসির ছেলেও এখন বার্সেলোনার দলে


প্রকাশিত: September 7, 2016 , 5:49 pm | বিভাগ: আন্তর্জাতিক খেলা,স্পেশাল


Mesi's son

স্পোর্টস লাইভ: সম্প্রতি সংবাদ সম্মেলনে বার্সেলোনা তারকা লিওনেল মেসি জানিয়েছিলেন, তার ছেলে থিয়াগো ফুটবলকে খুব একটা পছন্দ করে না। কিন্তু ছেলের ইচ্ছা যাই হোক না কেন, মেসির রক্তে তো মিশে আছে ফুটবল। সে কারণেই হয়তোবা মেসি জুনিয়রকে এখন থেকেই দলে নেবার চিন্তা করে ফেলেছে বার্সেলোনা।

বার্সেলোনা পরিচালিত একটি স্কুল প্রকল্পের আওতায় ৩-৫ বছর বয়সী বাচ্চাদের দলে যোগ দিতে যাচ্ছেন আগামী নভেম্বরে ৪ বছরে পা রাখতে যাওয়া থিয়াগো মেসি।।

এফসিবিইস্কোলা নামক এই প্রকল্পে তারকা খেলোয়াড়দের অনেকেই তাদের বাচ্চাদের ভর্তি করাতে আগ্রহী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বার্সালোনা। এর মাধ্যমেই হয়ত বাবার পেশাকে নিজের মধ্যে নিয়ে নিতে পারবেন জুনিয়র মেসি।

ঢাকা // ৭ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ